আগৈলঝাড়ায় স্বাস্থ্য বিধি না মেনে ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩২ এএম, ৬ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৯:৪৬ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
বরিশালের আগৈলঝাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি না মেনে ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করার অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার সকালে উপজেলার রজিহার ইউনিয়নের বড় বাশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নবনী চন্দ্র বৈদ্যের নির্দেশে স্বাস্থ্য বিধি না মেনে ২০৫ জন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ৪০ টাকা করে নিয়ে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
সেখানে কোন শিক্ষার্থীদের মুখে ছিলো না কোন মাক্স এবং মানা হয়নি কোন সামাজিক দূরত্ব। হঠাৎ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে এনে অর্থের বিনিময়ে রক্তের গ্রুপ নির্ণয় করা ঠিক হয়নি বলে একাধিক অভিভাবক অভিযোগ করেন।
স্থানীয় অভিভাবক রমেশ অধিকারী জানান, করোনা ভাইরাসের সংক্রমন কমে যাওয়ায় বিদ্যালয় গুলো আগামী ১২ তারিখ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু শিক্ষার্থীদের বিদ্যালয় খোলার আগেই তাদের একসাথে জড়ো করে টাকার বিনিময়ে রক্তের গ্রুপ করার এমন কোন শিক্ষা অফিস থেকে আমরা পাইনি।
প্রধান শিক্ষক নবনী চন্দ্র বৈদ্য জানান, বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের রক্তের গ্রুপ আমাদের বিদ্যালয়ে জমা দেয়ার জন্য বলা হয়েছে। আর যারা রক্তের গ্রুপ পরীক্ষা করছে তাঁরাই টাকা দিচ্ছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন অধিকারী বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। তবে এ ভাবে ছাত্র-ছাত্রীদের একত্রিত করে রক্তের গ্রুপ নির্ণয় করা বিধি সম্মত নয়। এতে ছাত্র-ছাত্রীদের মাঝে স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, সরকারী নির্দেশনা এবং সার্টিফিকেটধারী দক্ষ ল্যাব টেকনোলজিষ্ট দ্বারা রক্তের গ্রুপ পরীক্ষা না করলে শিক্ষার্থীদের জীবন হুমকির মধ্যে পড়তে পারে। এছাড়া কিছু কিছু ব্যক্তি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকায় গিয়ে গিয়ে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা করছে। যা কোন মতেই স্বাস্থ্য সম্মত না। এব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, এরকম শিক্ষার্থীদের একসাথে জড়ো করে রক্তের গ্রুপ নির্ণয় করা বিধি সম্মত নয়। এ ব্যাপারে আমার জানা নেই।