চট্টগ্রাম সিটি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৮ পিএম, ১৪ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৬:৪৪ পিএম, ৮ নভেম্বর,শুক্রবার,২০২৪
দেশব্যাপী করোনাভাইরাস এর মহামারীর কারণে স্থগিত থাকা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে ইভিএমের মাধ্যমে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মোঃ আলমগীর।
আজ সোমবার নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব এ ঘোষণা করেন।
মোঃ আলমগীর বলেন, কেবলমাত্র মেয়র প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের নতুন করে মনোনয়পত্র নেয়ার কোনো সুযোগ নেই। শুধু্মাত্র সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৭ এবং ৪০ নম্বর ওয়ার্ডের প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা যাবে। নির্বাচন কমিশন এই দুটি ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় দিতে পারে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য বিগত ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে ভোট গ্রহন স্থগিত করে নির্বাচন কমিশন।