সিরাজগঞ্জ বিএনপির উদ্দ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস ও হানাদার মুক্ত দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৬ পিএম, ১৪ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ১২:৩১ পিএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
শহীদ বুদ্ধিজীবি দিবস ও সিরাজগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্দ্যোগে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচি পালন করে, তারই অংশ হিসেবে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শহরের ইবি রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
আজ সকাল সাড়ে ১০ টার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান হয়।
এর আগে শহীদ মিনারের পাদদেশে জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান।
এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও বুদ্ধিজীবিদের আত্মত্যাগ জাতি কোনো দিন ভুলবে না। মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতান্ত্রিক অধিকার যা আজ ক্ষমতাসীনরা নির্বাসনে পাঠিয়েছে। হারানো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে গণতন্ত্র হরণকারী স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দূর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।
শহীদ বুদ্ধীজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।