জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ৬টি উপজেলার প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৬ পিএম, ২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:১৯ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাইসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বাহাদুবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা, ব্রহ্মপুত্রসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
অব্যাহত পানি বৃদ্ধির ফলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী, মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলায় পানি বৃদ্বির ফলে ৬টি উপজেলার ৩১টি ইউনিয়নের অন্তত ৮০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বন্যার পানিতে তলিয়ে গেছে ১২শ হেক্টর ফসলের মাঠ, বসতবাড়ি, হাটবাজার, রাস্তাঘাটসহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের জন্য আগেই ৩৫ মেট্রিক টন চাল ও নগদ ২৭ লক্ষ টাকা রাখা হয়েছে। এছাড়াও জেলায় প্রস্তত রাখা হয়েছে ৪শ মেট্রিক টন চাল ও নগদ ৮২ লাখ টাকা।