শ্রীমঙ্গলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ও ৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৩ পিএম, ২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:৫৬ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একরাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে একসাথে চুরিসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে এবং চোরদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি ও সাধারন ব্যবসায়ীবৃন্দ।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের চৌমুহনী চত্বরে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির আয়োজনে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী এ এস এম ইয়াহিয়ার সভাপতিত্বে ও কার্যকারী সদস্য আমজদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি দেবাশীষ ধর পার্থ, সাধারণ সম্পাদক হাজী মো.কামাল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল।হাসান জুয়েল, কোষাধ্যক্ষ আব্দল বাছিত, প্রচার সম্পাদক মো.ফারুক সদস্য শামসুল ইসলাম শামিম,সহ আরো বক্তব্য রাখেন শ্রীমঙ্গলের সাধারন ব্যবসায়ীবৃন্দ।
সমিতির সাধারণ সম্পাদক তার বক্তৃতায় বলেন আগামী ২৪ ঘন্টার ভিতরে চোর ধরতে হবে,প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে বলেন ২৪ ঘন্টার ভিতরে চোরদের ধরে আইনের আওতায় আনতে হবে। নাহলে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি বৃহৎ আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে বলে ব্যবসায়ী সমিতির প্রতিবাদ সভায় ঘোষণা করা হয়।