কুড়িগ্রামে ইট দিয়ে সাংবাদিকের মাথা ফাটালেন ইউপি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৫ এএম, ১৩ ডিসেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৩:৩৩ এএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামে ইট দিয়ে সাংবাদিকের মাথা ফাটিয়ে দিয়েছেন ইউপি চেয়ারম্যান। শুক্রবার সন্ধ্যায় (১১ ডিসেম্বর) জেলার ভূরুঙ্গারী উপজেলা শহরে এ ঘটনা ঘটে।
আজ শনিবার সকাল ১১টায় গুরুতর আহত সাংবাদিক এমদাদুল হক মন্টুকে উন্নত চিকিৎসার জন্য ভুরুঙ্গামারী একটি ক্লিনিক থেকে রংপুরে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভূরুঙ্গামারী বাজারে ডিশ সংযোগের ক্যাবল পরিবর্তনের সময় এস.এম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের ফিডার মালিক মজনু ও আব্দুল কাদেরকে মারধর করেন ইউপি চেয়ারম্যান এ.কে.এম মাহমুদুর রহমান রোজেন। বিষয়টি শুনে ওই নেটওয়ার্কের মালিক ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সম্পাদক এমদাদুল হক মন্টু ঘটনাস্থলে পৌঁছলে সদর ইউপি চেয়ারম্যান ইট দিয়ে অতর্কিতে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথার মধ্যভাগ ফেটে ও থেঁতলে যায়। পরে এলাকাবাসী সাংবাদিক এমদাদুল হক মন্টুকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করা হয়।
এব্যাপারে ভুরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক জানান, ভুরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এর আগেও ইউপি চেয়ারম্যান রোজেন পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী, হাসপাতালের স্টাফ, বাজার মসজিদের সম্পাদক ও মুয়াজ্জিনসহ হাট-বাজারের প্রায় অর্ধ শতাধিক ব্যক্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। গত এক মাস থেকে তিনি ইউনিয়ন পরিষদের দাফতরিক কার্যক্রম না করায় সরকারি কার্যক্রম স্থবির হয়ে পড়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবারের মাসিক সমন্বয় সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ ইউপি চেয়ারম্যানের নিষ্ক্রিয়তার কারণে সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে মর্মে অভিযোগ করেন।
অভিযুক্ত চেয়ারম্যান বেশকিছু দিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন বলে জানান স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা বলেন, সদর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় কর্মকর্তাগণের অভিযোগের কথা স্বীকার করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন জানান, ইউনিয়ন পরিষদের প্রথম সভায় নির্বাচিত ১ নং প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান উক্ত ইউনিয়নের অসমাপ্ত কার্যক্রম পরিচালনা করবেন মর্মে মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।