কুয়াশায় ঢাকা দেশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৬ এএম, ১৩ ডিসেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৮:৫৭ এএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
আগামী ২৪ ঘণ্টা মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকবে দেশের বেশিরভাগ এলাকা। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের এক বা একাধিক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময়ে তাপমাত্রা উঠানামা করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ শনিবার (১২ ডিসেম্বর) আবহাওয়া অফিস জানায়, আবহাওয়া শুষ্ক আর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পরে।
আবহাওয়ার বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চুয়াডাঙ্গায়। আবহাওয়া অধিদফতর বলছে, চুয়াডাঙ্গার তাপমাত্রা আজ থাকবে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এই বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা আজ গোপালগঞ্জে, তারপরই টাঙ্গাইলে। গোপালগঞ্জের তাপমাত্রা গতকাল ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা আরও কমে গিয়ে জেঁকে বসতে পারে শীতের দাপট।