তালায় দ্বিবার্ষিক হাজি সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৩ পিএম, ১২ ডিসেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ১১:৩১ পিএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
সাতক্ষীরার তালায় দ্বিবার্ষিক হাজি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে হাজি কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে তালার পুরাতন হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে হাজি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
সম্মেলনের শুরুতে দারছুল কোরআন পেশ করেন আলহাজ¦ মাওলানা মোজাম্মেল হক।
হাজি কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা তাওহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী রাসেল, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজি কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ¦ অধ্যক্ষ কামরুল ইসলাম, আলহাজ¦ মাওলানা আবদুস সামাদ, আলহাজ¦ অধ্যক্ষ আয়ুব আলী, আলহাজ¦ ডা. মাহমুদুল হক, আলহাজ¦ মাওলানা ময়নুদ্দীন, আলহাজ¦ মোড়ল আবদুর রশিদ, আলহাজ¦ অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার, আলহাজ¦ মুক্তিযোদ্ধা আবদুস সোবহান, উপজেলা কমিটির সদস্য আলহাজ¦ মিজানুরর হমান, আলহাজ¦ আমিনুর রহমান, আলহাজ¦ জহিরুল হক, আলহাজ¦ সুজায়েত আলী, আলহাজ¦ নূর ইসলাম, আলহাজ¦ মুনছুর আলী প্রমুখ।
প্রসঙ্গত, ২০০৮ সালে হাজিদের সুখে-দুঃখে পাশে থাকা ও প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে হাজি কল্যাণ ফাউন্ডেশন।