ভাসানচর থেকে ৯ রোহিঙ্গা দালাল আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০০ পিএম, ২৬ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:৩৪ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালাতে সাহায্যকারী ৯ দালালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটককৃতরা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬৫ নং ক্লাস্টারের মো.জুবায়ের (২২), ৬৪নং ক্লাস্টারের রেদোয়ান (২০), মোহাম্মদ সালাম ( ৩১) ৭৭ নং ক্লাস্টারের আব্দুর রহমান (২১), ৫১ নং ক্লাস্টারের সৈয়দ করিম (২০), সাইফুল ইসলাম (২০), ২৬ নং ক্লাস্টারের শফিউল্লাহ (২২), ৬ নং ক্লাস্টারের নজিমুল্লাহ (৩৭), ৭৮ নং ক্লাস্টারের মোহম্মদ সালেহ (৪০)।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে আটককৃত আসামিদের বিদেশী নাগরিক আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল বুুুুধবার দিবাগত রাতে ভাসানচার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ক্লাষ্টারে এপিবিএন সিভিল টিম, এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত রোহিংগাদের বিরুদ্ধে বিদেশী নাগরিক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।