সুবর্ণচরে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৩ পিএম, ২৩ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ০৪:৪৫ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নোয়াখালীর সুবর্ণচরে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা পাচারকারী জলদস্যুকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান, তিনটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
গতকাল রবিবার (২২ আগস্ট) রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুমুল গ্রামের ওসমান ব্যাপারী বাড়ির পূর্ব পাশে মেঘনা নদীর পাড় থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হচ্ছে, সূবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের মোশারফ মাঝির ছেলে নাজিম উদ্দিন (২০), বাহারের ছেলে মো. কামরুল (২৫), শাহজাহান ড্রাইভারের ছেলে মো. রুবেল (২৩) ও মৃত আবদুল হাশেমের ছেলে মো. জসিম (২৫)।
অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।
তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে নদীপথে ডাকাতি, রোহিঙ্গা পাচারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।