চিনিকলের কারখানা বন্ধের প্রতিবাদে বিএনপি মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০০ এএম, ১১ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৮:৪৪ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
দিনাজপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলসহ দেশের ৬টি চিনিকলের কারখানা বন্ধের প্রতিবাদে বোচাগঞ্জে বিএনপি মানববন্ধন করেছে। বর্তমান মাঝরাতের সরকারের মিল বন্ধের ভ্রান্ত এবং হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা চিনিকলের প্রধান গেটে বিএনপির নেতাকর্মীসহ সেচিকের শ্রমিক কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, সেতাবগঞ্জ চিনিকল আমাদের অহংকার ও গর্ব। এই ঐতিহ্যের ওপর আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নেতৃবৃন্দ চিনিকলের শ্রমিক-কর্মচারীদের ৫ দফা দাবির প্রতি সংহতি এবং একাত্মতা ঘোষণা করেন। সেই সাথে সরকারকে অবিলম্বে এহেন সিদ্ধান্ত বাতিল করার আহবান জানান।
বক্তারা আরও বলেন, তৎকালীন আওয়ামী প্রধান প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের শাসন আমলে ’৭৪ সালে সেতাবগঞ্জ চিনিকল লে-অফ ঘোঘণা হয়। পরবর্তীতে বিএনপি প্রধান শহীদ জিয়াউর রহমান ১৯৭৭-৭৮ সালে নতুন মিল স্থাপনের কাজ শুরু করেন এবং নির্মাণকাজ ’৮২ সালে সম্পন্ন হয়। অথচ আজ একই দলের শাসন আমলে মিলটি বন্ধ করে শ্রমিক-কর্মচারীসহ আখ চাষীদের পথে নামানো হচ্ছে, যা অত্যান্ত বেদনাদায়ক। প্রকৃত অর্থে আওয়ামী লীগ সরকার কতটা কৃষক-শ্রমিক বান্ধব সেই প্রশ্ন আজ বারবার গণমানুষের মনে উঁকি দিচ্ছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, কাহারোল বিএনপি সভাপতি গোলাম মোস্তাফা বাদশা, সেতাবগঞ্জ পৌর বিএনপির উপদেষ্টা এম ওয়ালী ফ্লাড, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদরুল পারভেজ, সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিকনেতা মাহাবুব রব্বানী, তোফাজ্জল হোসেন তোফা, বজলুর রশীদ বজু, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, হারিসুল ইসলাম, ছাত্রনেতা ওয়াক্কাস আলী কাঞ্চন, রাজিউর রহমান প্রমুখ। মানববন্ধনে বিএনপি বোচাগঞ্জ উপজেলা শাখা, সেতাবগঞ্জ পৌরশাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।