সিরাজগঞ্জ সলংগা থেকে শুকুন উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২০ পিএম, ১০ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ১১:০৩ পিএম, ৩ নভেম্বর,রবিবার,২০২৪
সিরাজগঞ্জের সলংগায় একটি বিশাল আকৃতির শুকুন উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলার সলংগা থানার ধুবিল ইউনিয়নের চরধুবিল গ্রামের মাসুমের বাড়ি থেকে আটক শুকুন উদ্ধার করে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজ।
স্থানীয় সুত্রে জানা যায়, এলাকার কিছু যুবক একটি পুকুরে মধ্য ভেজা অবস্থায় শুনকটিকে দেখে ধরে ফেলে। পরে সেটা মাসুমের বাড়িতে নিয়ে বেঁধে রাখে।
খবর পেয়ে সকালে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস সংগঠনের সদস্য লোকমান হোসেন কে চরধুবিল পাঠায় উদ্ধার করার জন্য। মাসুম কোন ভাবে শুকুনটিকে দিতে রাজি না হওয়ায়৷ দুপুরে দিকে মামুন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সামাদ সায়েম, সাংবাদিক সোহেল রানা ও সাংবাদিক শাহ আলী জয় ও লোকমান হোসেন সেখানে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে।
মামুন বিশ্বাস জানান, শুকুনটি হয়তো ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়েছিল। শুকুনের নাম (হিমালয় গ্রিধিনি)
উদ্ধার করে এনে খাবার খেতে দেওয়া হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনাও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী বিভাগীয় অফিস আমাদের সেখানে দেওয়ার নির্দেশ দিবেন সেখানেই হস্তান্তর করা হবে।