যশোরে মেয়েকে মেরে মায়ের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫০ পিএম, ১৮ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ০৭:৪৫ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের শুড়ারঘোপ গ্রামে গতকাল মঙ্গলবার রাতে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, নিজের ছয় বছরের মেয়েকে বিষ খাইয়ে মেরে মা আত্মহত্যা করেছেন। পারিবারিক বিরোধের জেরে এমনটা হতে পারে।
মৃত দুজন হলেন মা শুড়ারঘোপ গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সুমি খাতুন (৩০) ও তাঁর মেয়ে আঁখি মণি (৬)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন বছর আগে বিবাহবিচ্ছেদের পর সুমি খাতুন তাঁর মেয়ে আঁখি মণিকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। এ নিয়ে মায়ের সঙ্গে সুমির প্রতিনিয়ত ঝামেলা হতো। গতকাল মঙ্গলবারও মা-মেয়ের ঝগড়া হয়।
লক্ষ্মণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোমিনুল হোসেন বলেন, সুমির বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকে মেয়েকে নিয়ে তিনি বাবার বাড়িতে থাকতেন। সন্ধ্যায় মায়ের সঙ্গে ঝগড়ার পর রাত আটটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে সুমি প্রথমে মেয়েকে বিষ দেন। পরে নিজে বিষপান করেন।
স্বজন ও এলাকার লোকজন মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসক আঁখি মণিকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে সুমি খাতুনও মারা যান। মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে আছে।
যশোর পুলিশের মুখপাত্র গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপন কুমার সরকার বলেন, পারিবারিক কলহ ও মায়ের ওপর অভিমান থেকে মেয়েকে মেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।