কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী ভাঙ্গনে এবার বিলিন হলো শহর রক্ষা বাঁধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৮ পিএম, ১৭ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:১৩ পিএম, ৩১ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি সংলগ্ন গড়াই নদীতে আকষ্মিক ভাঙ্গনে প্রায় ৫০ মিটার শহর রক্ষা বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে হয়ে গেছে। খোকসা কেন্দ্রীয় মহাশ্মশান, পানি নিষ্কাষনের প্রধান ড্রেন, বানিজ্যিক প্রতিষ্ঠানসহ ছিন্নমূল মানুষের ঘর বাড়ি হুমকীর মুখে পড়েছে।
গতকাল সোমবার (১৬ আগষ্ট) সন্ধায় হঠাৎ করে গড়াই নদীর কালীবাড়ি ঘাট এলাকার শহর রক্ষার বাঁধ ধসে যায়।
মূহুর্তের মধ্যে প্রায় ৫০ মিটার বাঁধ নদীতে বিলীন হয়ে যায়। দেখতে দেখতে খান স'মিলের আঙ্গিনার প্রায় ১শ ফুট জমি ভেঙ্গে নদীতে চলে যায়। ব্যবসায়ীদের গুড়ি কাঠ নদীতে ভেসে যায়। রাতেই স'মিলটি যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়। তবে পৌর এলাকার পানি নিষ্কাষনের প্রধান ড্রেনের ২৫ গজ ও কেন্দ্রিয় মহাশ্মাশান থেকে ৩৫ গজের মধ্যে নদী ভাঙ্গন পৌচ্ছে গেছে। নদী ভাঙ্গনের হুমকিতে পড়েছে কালীবাড়ির চরে বসবাস কারী ছিন্নমূল ভুমিহীনদের কয়েক'শ বসত বাড়িসহ বেশ কিছু বানিজ্যিক প্রতিষ্ঠান।
হঠাৎ নদী ভাঙ্গনের খবর শুনে পৌর মেয়র ছুটে আসেন ভাঙ্গন কবলিত এলাকায়। এ ছাড়াও ছাত্রলীগের বর্তমান ও সাবেক কর্মকর্তারাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের নেতাকর্মীরা ঘটনা স্থলে ছুটে আসেন। তারা ব্যবসায়ীদের লগকাঠ সরাতে সহয়তা করেন।
রাতে ভাঙ্গন উপদ্রুত এলাকায় দাড়িয়ে কথা বলেন কালীমন্দির কমিটির সভাপতি সুপ্রভাত মালাকার, তিনি জানান বছর দশেক আগে একই জায়গায় হঠাৎ ভাঙ্গনের শুরু হয়। ভাঙ্গনরোধে সরকারী উদ্যোগে শহর রক্ষা বাধ নির্মান করা হয়। কেন্দ্রীয় মহাশ্মশানের সন্নিকটে ভাঙ্গন চলে আসায় তারাও সংঙ্কিত। ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন জানান, কালীবাড়ি এলকার ভাঙ্গনের বিষয়ে পানি উন্নয়নের নির্বাহী প্রকৌশলী এর সাথে কথা হয়েছে। দ্রুতই প্রয়জনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে। রাতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু কেউ ফোন রিসিভ করেনি।