বেনাপোল কাস্টমসের ২০ কেজি সোনা চুরি, সহকারী রাজস্ব কর্মকর্তা রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৫ এএম, ১০ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৫:৪২ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বেনাপোল কাস্টমস হাউসের ভোল্ট ভেঙে ২০ কেজি সোনা চুরি মামলায় আটক ভোল্ট ইনচার্জ সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুল সর্দারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (৯ ডিসেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু তার রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল। আটক শাহিবুল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাঁধুলী খালপাড়ার মৃত জালাল সরদারের ছেলে। ভোল্টের লকারের চাবি সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুলের কাছে থাকত। উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী, সরকারি ছুটি এবং ঘূর্ণিঝড় বুলবুল চলাকালে বেনাপোল কাস্টম হাউসের শুল্ক গুদামের নিরাপদ ভোল্ট ভেঙে ২০ কেজি সোনা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
চুরির ঘটনার পরপরই পুলিশ, পিবিআই, গোয়েন্দা, ডিবি, সিআইডি, এনএসআইসহ সব সংস্থাকে তাৎক্ষণিক সম্পৃক্ত করা হয়। কাস্টমসের যুগ্ম কমিশনার শহীদুল ইসলামকে প্রধান করে ৯ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. এমদাদুল হক বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় গত ১১ নভেম্বর একটি মামলা দায়ের করেন। সর্বশেষ কাস্টম, পুলিশ, ডিবি, পিবিআই ও র্যাবের ইনভেন্ট্রি অনুযায়ী শুল্ক গুদাম থেকে ২০ কেজি সোনা, ১৯ হাজার ২৩০ ভারতীয় রুপি এবং ৩৭ হাজার বাংলাদেশি টাকা চুরি যায়। চুরি যাওয়া সোনা বেশিরভাগই ২০১৭ ও ২০১৮ সালে শুল্ক গুদামে জমা হয়। যশোর জেলা পুলিশের নেতৃত্বে স্থানীয় ডিবি, এসবি, সিআইডি ও পিবিআই গত ১১ নভেম্বর থেকে লাগাতার তদন্ত করছে। ইতিমধ্যে সন্দেহজনক কর্মচারী-ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে তারা।