কুষ্টিয়ার মিরপুরে শিশুকন্যার গলাকাটা মরদেহ উদ্ধার, আটক- ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৩ পিএম, ১২ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:৪১ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
কুষ্টিয়ার মিরপুরে জান্নাতুল ফেরদৌস নামের পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১১ আগষ্ট) রাত সাড়ে ৯ টার দিকে মিরপুর উপজলোর মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা লাশ পুলিশ উদ্ধার করে।
জান্নাতুল ফেরদৌস মিরপুর উপজলোর মশান শাহপাড়া এলাকার জাহিদুল ইসলামের কন্যা। জাহিদুল ইসলাম কুষ্টিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার। তাঁর দুই কন্যা সন্তানের মধ্যে নিহত জান্নাতুল ফেরদৌস বড় ছিল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার বিকেল থেকে জান্নাতুল ফেরদৌস নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পর বুধবার রাত সাড়ে ৯ টার দিকে মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়।
ঘটনার পর পুলিশ ইতোমধ্যে নিহত জান্নাতুল ফেরদৌসের ফুফু জহুরা খাতুন ও ফুফা আনিরুল হোসেনকে আটক করেছে। হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানান ওসি গোলাম মোস্তফা।
তবে নিহত ওই শিশুর প্রতিবেশী এবং পুলিশের একটি সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে প্রতিবেশী আপন ফুফু জহুরা খাতুন শিশুটিকে তার ঘরের মধ্যে ধারালো বটি দিয়ে হত্যা পর সন্ধ্যার দিকে একটি ব্যাগের মধ্যে করে মৃতদেহটি বাড়ি থেকে এক-দেড়শো মিটার দূরে ক্যানেলের ধারে রেখে আসেন।
পুলিশ জহুরা খাতুনের ঘর থেকে ব্যাগের মধ্যে রাখা রক্তাক্ত বটি উদ্ধার করেছে বলে জানা গেছে।