নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৫ এএম, ৯ ডিসেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ১২:৫১ পিএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪
নওগাঁর নিয়ামতপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাবা আজাদ আলী ও ছেলে সাহাদাত হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক সোহান আলী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৮ডিসেম্বর) দুপুরে উপজেলার নিয়ামতপুর-ধানসুরা সড়কের ভাদরন্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- উপজেলার ঝলঝলিয়া গ্রামের আজাদ আলী (৪৫) ও তার ছেলে সাহাদাত হোসেন (১৮)। আহত ট্রাক চালক হলেন, একই গ্রামের সোহান আলী (১৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে উপজেলার দিকে যাচ্ছিলেন আজাদ আলী ও তার ছেলে সাহাদাত হোসেন। তারা ভাদরন্ড মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা আজাদ আলী মারা যান।
এ সময় সাহাদাত হোসেন ও ট্রাক চালক সোহান আলী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের মেডিকেল অফিসার মৌসুমী সরকার জানান, আশঙ্কাজনক অবস্থায় সাহাদাত ও সোহানকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যে শাহাদাতের মৃত্যু হয়। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, তাদের রামেকে নিয়ে যাওয়ার পথিমধ্যে সাহাদাত মারা গেছেন। অপরজন সোহানকে রামেকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।