টিভি দেখতে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৯ এএম, ৮ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৬:৫২ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
পাবনার ভাঙ্গুড়ায় বাসায় টিভি দেখতে না দেয়ায় সাথী শীল (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের দিলপাশার গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রবীন্দ্র রায় শীলের মেয়ে ও দিলপাশার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাথী শীল দিলপাশার উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ালেখা করতো। কিন্তু বাড়ির কোনো কাজে সহযোগিতা ও পড়ালেখা না করে শুধু নিজের ঘরে বসে টিভি দেখতো। এ নিয়ে গতকাল সকালে সাথীর বাবা রবীন্দ্র শীল মেয়েকে বকা দিয়ে টিভি দেখতে নিষেধ করেন। এতে অভিমান করে সকাল ১০টার দিকে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সাথী। পরিবারের লোকজন সাথীকে দেখতে না পেয়ে ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ভাঙ্গুড়া থানার এসআই শারিফুল ইসলাম লাশ উদ্ধার করে রবিবার সন্ধ্যার দিকে থানায় নিয়ে আসে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।