কাপাসিয়ায় মা’কে মারধরের অপরাধে ছেলের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩১ পিএম, ৭ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০২:৫৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বানারহাওলা গ্রামের বয়োবৃদ্ধা মা’কে মারধর করার অপরাধে মাদকাসক্ত ছেলে শামীম (৩০) কে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গত ৫ আগষ্ট বৃহস্পতিবার এ কারাদন্ড প্রদান করেন।
কাপাসিয়া থানার এস আই ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার কাপাসিয়া সদরের বানারহাওলা গ্রামের মৃত আবদুল মজিদের পুত্র মাদকাসক্ত শামীম তার মা সায়েরা খাতুনকে নেশার টাকার জন্য মারধর করে।
এ সময় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা মিলে তাকে বেধরক পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।