পত্নীতলায় দুই ভাইকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪২ পিএম, ১ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৩:৪৯ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
নওগাঁর পত্নীতলায় আপন দুই ভাইকে রাতের আঁধারে নিজ বাড়ি হতে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া ব্যক্তিরা হলেন, উপজেলা সদর নজিপুর পৌর শহরের সরদার পাড়ার বাসিন্দা ও নজিপুর মেডিকেল সেন্টার এর পরিচালক ডা: মো: আবু ওবায়দা ও তার ভাই একই এলাকার বাসিন্দা নজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আবু সুফিয়ান।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগে জানায়, রাত সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারীরা তাদের তুলে নিয়ে যান ও তাদের সম্পর্কে জানতে চাইলে কিংবা কেন আটক করা হচ্ছে এমন প্রশ্ন করলে তাদের সঙ্গে অসৌজন্য আচরণ করেন।
এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত, এমন ঘটনায় সন্ধানের জন্য ভুক্তভোগী পরিবারদের পক্ষে পত্নীতলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।