চুকনগরে গাঁজা গাছ ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৫ এএম, ১ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৮:৩৩ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
খুলনার চুকনগরে ৮টি গাঁজাগাছ ও ৩শ' গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৩০ জুলাই) রাত ১০.৩০ টার দিকে ডুমুরিয়া থানার চুকনগর গ্রামের প্রভাত নন্দীর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ডুমুরিয়া থানাধীন চুকনগর সদরের মৃত, সুনীল নন্দীর ছেলে প্রভাত নন্দী প্রো (৫৩) এর বাড়ির আঙ্গিনায় দীর্ঘদিন ধরে গাঁজা গাছের চাষ করে বলে পুলিশের কাছে তথ্য ছিল। তথ্যের ভিত্তিতে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ শুক্রবার রাত ১০.৩০ টার দিকে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিজেই নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন, খুলনার ডুমুরিয়া থানার চুকনগর গ্রামের মৃত সুনীল নন্দীর ছেলে প্রভাত নন্দী প্রো (৫৩), যশোরের কেশবপুর থানার সন্যাস গাছা গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে রফিকুল ইসলাম (৪৮) এবং প্রভাত নন্দীর স্ত্রী লিলি রানী (৪৫)।
এসময় তাদের দেহ তল্লাশি করে ৩'শ গ্রাম শুকনো গাঁজা পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।
এব্যাপারে ডুমুরিয়া থানার উপ পরিদর্শক বিকাশ চন্দ্র দাস বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা করেছেন। শনিবার আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।