কুষ্টিয়ার মিরপুরে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৯ পিএম, ২৮ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:৫৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুষ্টিয়ার মিরপুরে মানষিক ভারসাম্যহীন হারুন আলী (৫০) নামে এক বৃদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৭টায় উপজেলার মালিহাদ ইউনিয়নের হালসা-কাতলামারী সড়কের আলমগীর চেয়ারম্যানের ইট ভাটার পার্শ্ব থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হারুন শেরপুর জেলার শ্রীবর্দি থানার নঙ্গরপাড়া গ্রামের আলতাফ ব্যাপারীর ছেলে বলে জানাযায়।
সে দীর্ঘ ১০ বছর মিরপুর উপজেলার মেহেরনগর গ্রামে ইউসুফ আলীর বাড়িতে বসবাস করতো। ব্যক্তিগতভাবে মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে এলাকায় সে পাগল হিসেবে পরিচিত ছিল।
জানাযায় সোমবার (২৬ জুলাই) হারুন পাগলকে বিকেলে ইলশামারী বাজারে ঘুরে বেড়াতে দেখা গেছে। তবে সন্ধ্যার পরে হয়তো রাস্তা দিয়ে অন্য কোথাও যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তার মৃত্যুর সঠিক কারন জানার জন্য পুলিশ মরদেহটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে ঐ ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাতে কোন এক সময় সড়ক দূর্ঘটনায় তিনি মারা গেছেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।