তালায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসার অভাবে আছেন মোড়ল পুত্র ইউছুফ আলী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৬ এএম, ৬ ডিসেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৮:৪৭ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ধান-চাউলের ব্যবসা করে স্ত্রী ও ৪ মেয়ে নিয়ে বেশ সুখেই সংসার চলছিল তালা উপজেলার হরিহরনগর গ্রামের আফসার আলী মোড়লের পুত্র ইউছুফ আলী (৫২)’র। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বছর দেড়েক আগে ব্যবসায়ীক কাজে তালায় আসার পথে শালিখা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মেরুদন্ডের হাড় ভেঙ্গে দুটি শিরাকেটে যায়। সাতক্ষীরা সদর হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ীতে অবস্থান করছেন।
সহায় সম্বল বলতে যত সামান্য জমি-জায়গা আর নিজের দোকান-পাট, সবই বিক্রি করে ৭ লক্ষাধীক টাকা খরচ করেছেন সুস্থ্য হওয়ার আশায়। কিন্তু বরাবরই বিধিবাম, সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি আজ হুইল চেয়ার সঙ্গী হওয়ায় সন্তানদের লেখা-পড়া বন্ধ চলেছে। সংসারে উপার্জনের কোন উৎস না থাকায় অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে পরিবারের সদস্যরা। ইনজেকশন ও খাওয়ার ঔষুধ সব মিলিয়ে ১ হাজার টাকার ওষুধ লাগছে প্রতিদিন । কোথা থেকে আসবে ঔষুধ খরচ, আর কিভাবে চলবে সংসার, এসব জড় চিন্তায় বিনা চিকিৎসায় আজ ধুকে ধুকে মরতে বসেছে সে ।
ইউছুফ আলী মোড়ল জানান, আজ আমি নিঃস্ব, সংসারে আয় করার মত কেউ নেই, কি দিয়ে সংসার চালাবো আর কি করে ঔষুধ কিনবো। টাকার অভাবে বেশ কিছুদিন যাবৎ ঔষুধ কিনতে পারেনি, এখন কোমরের প্রচন্ড যন্ত্রনা বেড়ে গেছে। বর্তমানে ইউছুফ আলী মোড়ল সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তার সঞ্জয় সেনের তত্বাবধায়নে রয়েছেন। তিনি তার চিকিৎসার জন্য সমাজের দানশীল ও বিত্তবানদের প্রতি (তার ব্যক্তিগত বিকাশ একাউন্ট সহ ০১৭১৯-৬৩৫৬২৯ ) সাহায্যের আবেদন জানিয়েছেন।