সিরাজগঞ্জে বরেণ্য মুক্তিযুদ্ধের সংগঠকের স্মৃতি সংরক্ষণে গণহত্যা অনুসন্ধান কমিটির বৃক্ষ রোপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৯ পিএম, ২০ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:০৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আজ মঙ্গলবার (২০ জুলাই) সকালে সিরাজগঞ্জের পৌর এলাকার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, একুশে পদক প্রাপ্ত মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম মোতাহার হোসেন তালুকদার, মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজগঞ্জ সদর আসনের প্রয়াত জাতীয় সংসদ সদস্য মির্জা মোরাদুজ্জামান ও মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের স্মরণে ও স্মৃতি সংরক্ষণে চারটি বৃ্ক্ষরোপন করেছে সিরাজগঞ্জ ৭১ এর গণহত্যা অনুসন্ধান কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন মরহুম মোতাহার হোসেন তালুকদারের পুত্রবধূ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী জান্নাত আরা তালুকদার হেনরি, সিরাজগঞ্জ গণহত্যা অনুসন্ধান কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, সিপিবি নেতা ইসমাইল হোসেন, বাসদ নেতা নব কুমার কর্মকার, প্রয়াত জাতীয় সংসদ সদস্য মির্জা মোরাদুজ্জামানের জ্যেষ্ঠ সন্তান মির্জা মোস্তফাজামান, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাবেক পৌর কাউন্সিলর শাহাদাৎ হোসেন, গণহত্যা অনুসন্ধান কমিটির সংগঠক বিবেকান্দ দাস, মনিরুজ্জামান খান, মোঃ শাহজাহান আলী, পলাশ কুমার ঘোষ, বহুমুখী হাই স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, ফিরোজ উদ্দিন মিঠু, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, তাইবুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের স্মৃতি জাগিয়ে তোলার লক্ষ্যে সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটি বিগত সাড়ে তিন বছর যাবৎ ৭১ এর গণহত্যায় শহীদের পরিচয় খুঁজে বের করে তালিকা তৈরী ও মুক্তিযুদ্ধে অগ্রণী ভুমিকা পালনকারীদের গৌরবগাঁথা স্মৃতি ধরে রাখতে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ সিরাজগঞ্জের কৃতিসন্তান দেশ বরেণ্য মুক্তিযুদ্ধের সংগঠক এই চার বীর মুক্তিযোদ্ধার স্মৃতির স্মরণে ২টি বকুল ও ২টি কৃষ্ণচুড়া মোট চারটি বৃ্ক্ষরোপন করা হয়।