পাওনার দাবিতে পাটকল শ্রমিকদের মিলগেটে অবস্থান কর্মসুচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৯ এএম, ২০ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:২৮ পিএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
খালিশপুর জুটমিল ও দৌলতপুর জুটমিল কারখানা কমিটির উদ্যেগে আজ সোমবার (১৯ জুলাই) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খালিশপুর জুটমিল গেটে অবস্থান ধর্মঘট পালিত হয়।
খালিশপুর জুটমিল, দৌলতপুর জুটমিলসহ ৫ টি মিলের ১২ হাজার শ্রমিকদের সকল বকেয়া পাওনার পরিশোধের দাবিতে চলমান আন্দোলনের কর্মসুচি হিসেবে উক্ত অবস্থান কর্মসুচি পালিত হচ্ছে। ২৬টি পাটকল বন্ধের পর অপরাপর ২১ টি মিলের শ্রমিকরা তাদের এরিয়ার টাকা পেলেও এই ৫ টি মিলের শ্রমিকরা কোন টাকা পাচ্ছে না। যা সম্পূর্ণ অগনতান্ত্রিক ও আইন বিরুদ্ধ। অবস্থান ধর্মঘট থেকে ঈদের পূর্বেই এই সকল পাটকল শ্রমিকদের টাকা পরিশোধের জন্য জোর দাবি জানানো হয়।
কর্মসুচির সভাপতিত্ব করেন খালিশপুর জুটমিলের কারখানা কমিটির আহ্বায়ক আবু বক্কর, বক্তব্য রাখেন সদস্য সচিব আলমগীর কবির, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের সমন্বয়ক রুহুল আমিন, খালিশপুর জুটমিলের সিবিএ সাংগঠনিক সম্পাদক মো. মনির, নারীশ্রমিক নাসিমা, নুর ইসলাম, দৌলতপুর জুটমিলের শ্রমিক নেতা চান মিয়া, ক্রিসেন্ট জুটমিলের শ্রমিকনেতা মোশাররফ হোসেন, স্টার জুমিলের শ্রমিকনেতা আলমগীর হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা জেলা আহ্বাবায়ক শেখ আলামিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সারা বংলাদেশে অন্যন্য জুটমিলের বদলি শ্রমিকদের যখন পাওনা পরিশোধ করা হচ্ছে তখন খালিশপুর জুটমিল, দৌলতপুর জুটমিল সহ ৫ টি জুটমিলের ১২ হাজারের অধিক অস্থায়ী- দৈনিকভিত্তিক শ্রমিকদের রাস্তায় আন্দোলন করতে হচ্ছে পাওনার দাবিতে। একদিন বাদেই ঈদ, এই পরিস্থিতে পরিবার পরিজন নিয়ে এই সকল শ্রমিকদের রাজপথ পেটের দায়ে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে, অথচ একই মিলের কর্মকর্তারা ঈদ বোনাসসহ বেতন ভাতার সমস্ত সুবিধা ভোগ করছেন।