তালায় জমিজমা সংক্রান্ত প্রতিপক্ষের হামলায় তিনজন আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৩ এএম, ২০ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:২২ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সাতক্ষীরা তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছে। একই সাথে টিনের ঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে।
আজ সোমবার (১৯ জুলাই) সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন হাজরাকাটি গ্রামের মৃত আশুতোষ দাশের ছেলে সাধন দাশ (৬৩), সাধন দাশের স্ত্রী তপলা দাশ এবং মৃত অমুল্য দাশের ছেলে উত্তম দাস (৩৫)। এদের মধ্যে উত্তম দাশ তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাধন দাশ জানান, একই এলাকার সন্তোষ সরকারের ছেলে স্বপন সরকার (৩২) ও তপন সরকার (৪০) গংদের সঙ্গে বসত বাড়ির জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের হিসাবে পূর্ব পরিকল্পিতভাবে সোমবার সকালে প্রতিপক্ষরা দা, লাঠি, লোহার রড সজ্জিত হয়ে অনাধিকারে আমার বসতবাড়িতে প্রবেশ করে আমার বাড়ির টিনের ঘরটি ভাংচুর করে। যা প্রায় ত্রিশ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।
এসময় আমার ভাইপো আহত উত্তম দাশ প্রতিপক্ষকদের বাঁধা প্রদান করলে প্রতিপক্ষরা হাতে থাকা বাঁশের লাঠি, লোহার রড ও হাতুড়ি দ্বারা উত্তমকে আঘাত করে। এসময় তাকে উদ্ধার করতে আসলে আমার এবং আমার স্ত্রীকেও পিটিয়ে আহত করে। পরবর্তীতে এলাকাবাসী উদ্ধার করে তাদেরকে তালা হাসপাতে ভর্তি করে।
এঘটনায় সাধান দাশ বাদি হয়ে তালা থানায় একটি এজাহার দাখিল করেছে। এবিষয়ে অভিযুক্ত স্বপন সরকার বলেন, সাধন দাশ গংরা তাদের উপর হামলা চালিয়েছে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।