ভালুকায় জমি নিয়ে বিরোধে কারখানা মালিকের পা কেটে দিয়েছে দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৫ পিএম, ১৪ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:৫০ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কারখানা মালিকের দু’পা কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বুধবার দুপুরে উপজেলার কাঁঠালী নাইবের বাজার এলাকার আর্টি কম্পোজিট ডায়িং কারখানার পাশে ঘটে এ ঘটনা।
স্থানীয়রা জানায়, উল্লেখিত এলাকায় আর্টি কম্পোজিট ডায়িং কারখানার পাশ দিয়ে বয়ে যাওয়া ধোবাজান খালের জমি নিয়ে বিরোধ চলছে স্থানীয় একটি পরিবারের সাথে। আদালতে দু’পক্ষের মামলাও রয়েছে। ঘটনার সময় খালের জলাবদ্বতা নিস্কাশনে কাজ করছিল কারখানা’র লোকজন। এ সময় আর্টি কম্পোজিট ডায়িং কারখানার মালিক আব্দুর রাজ্জাক কাজ পরিদর্শন করতে ওই স্থানে যায়। এ সময় আকস্মিক ভাবে প্রতিপক্ষকরা ধারালো অস্ত্র নিয়ে কারখানা মালিকের উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কারখানা মালিক আব্দুর রাজ্জাকের দু’পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় কারখানার শ্রমিকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধরা প্রতিপক্ষের বাড়ীতে হামলা চালায়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, কারখানা মালিকের উপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষনিক ভাবে তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
অপর দিকে খালের জায়গার বিষয়ে সহকারী কমিশনার(ভুমি) মোঃ মাইন উদ্দিনের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান, খালটি সরকারী জায়গায়। ইতিপুর্বে ভুমি অফিসের সার্ভেয়ারগন দু’বার ওই স্থানে গিয়ে সীমানা নির্ধারন করে দিয়েছে। সরকারী জায়গা কেউ দখলে নিতে পারবে না। হামলার ঘটনাটি কি নিয়ে ঘটেছে তা তিনি জানেন না বলেও উল্লেখ করেন।