লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫১ পিএম, ১৪ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ০২:১৫ এএম, ২৬ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বাংলাদেশের লালমনিরহাট জেলার লোহাকুচির সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষা বাহিনী বা বিএসএফ-এর গুলিতে একজন বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাংলাদেশ বর্ডার গার্ড - বিজিবি’র মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান, বুধবার সকালে ভারতের সীমান্তের ভেতরে এক জন বাংলাদেশী নিহত হয়েছে বলে শুনেছেন তারা।
এ বিষয়ে বিস্তারিত জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজিবি। তবে কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এমন সময়ে এই ঘটনা ঘটলো, যখন বাংলাদেশে কোরবানীর মৌসুম উপলক্ষ্যে পশুর হাট বসতে শুরু হতে যাচ্ছে। বিএসএফ প্রায় প্রতিটি হত্যাকাণ্ডের পরই দাবি করে যে, বাংলাদেশের গরু চোরাচালানকারীরা অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়লে তারা অনেক সময় গুলি চালিয়ে থাকে।
তবে এবারের ঘটনার সাথে গরু চোরাচালানের সম্পৃক্ততা রয়েছে কি না তা এখনো জানা যায়নি। নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়নি।
লে. কর্নেল রহমান বলেন, পুরো ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর বিনা কারণে হত্যাকাণ্ড ঘটে থাকলে তারা প্রতিবাদ জানানো হবে। পরে পতাকা বৈঠকের পর লাশ বাংলাদেশে আনার বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।