রামেক হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৩ এএম, ৩ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৪:৫৪ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
রাজশাহীতে বেড়েছে শীতের তিব্রতা। তাপমাত্রা কমে যাওয়ায় ছোট-বড় সব বয়সের মানুষই নানা রোগে আক্রান্ত হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। করোনাকালে এ সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের।
কয়েকদিন ধরে শীতের প্রকোপ বাড়ায় শিশুরা খুব সহজেই ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা, শ্বাসকষ্ট, ডায়রিয়ার প্রবণতা বেড়েছে আগের তুলনায়। গত একমাসে হাসপাতালগুলোতে রোগী ভর্তির হার বেড়েছে কয়েকগুণ।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. বেলাল উদ্দিন জানান, তুলনামূলকভাবে গত দুই মাসের তুলনায় এই মাসে ভর্তির সংখ্যা বেশি। তবে শিশু ও বৃদ্ধদের বেশি যতœ নিতে হবে।
শীতের তীর্বতার সাথে সাথে ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। সর্দি, কাশি, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বয়স্করা ভুগছেন শ্বাসকষ্টসহ অন্যান্য রোগে। হাসপাতালের ওয়ার্ডগুলোতে এখন রোগীর গাদাগাদি।
এ বিষয়ে রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, করোনা রোগীর যে ভর্তির রেজাল্ট, সেটা সারা দেশের তুলনায় রাজশাহীতে একটু বেশি। সার্বিকভাবে বললে শীতকালীন যে রোগ, সেটাও বেড়েছে। পাশাপাশি করোনা রোগীর সংখ্যা আমাদের হাসপাতালে বেড়েছে।