কুষ্টিয়ায় করোনা মহামারীতে চেতনা স্পোর্টিং ক্লাবের বিনামূল্যে অক্সিজেন সেবা অব্যাহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৫ পিএম, ১২ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০৪:০৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
একটু সদিচ্ছা ও একটু ছোট উদ্যোগে যোগ হতে পারে সমাজের হতদরিদ্রদের পাশে দাঁড়ানো শক্তি আর সেই কাজটি করে চলেছে করোনা মহামারীতে কুষ্টিয়া জেলার হাউজিং এস্টেট চেতনা স্পোর্টিং ক্লাব।
কুষ্টিয়া জেলায় মহামারী করোনার ভয়াল আঘাতে জর্জরিত সাধারণ মানুষ এমন সময় মানবতার সেবায় পাশে দাঁড়িয়েছে চেতনা স্পোর্টিং ক্লাব। বর্তমানে জেলা শহরের ঘরে ঘরে কোভিড রোগী এবং অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন, অনেকেরই সামর্থ্য নেই অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা ,আবার অনেকে জানেননা কিভাবে এর ব্যবস্থা করতে হবে।
এ সবদিক বিবেচনা করে চেতনা ক্লাবের সদস্য, শুভাকাঙ্খী ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে কুষ্টিয়া শহরে বিনামূল্যে অক্সিজেন সেবা শুরু করে এ ক্লাবটি।
যারা সহযোগীতা ও সমন্বয়ে কাজ করছেন তাদের মধ্যে স্বপন, নারী বাতায়ন, সোহাগ, নয়ন, ওয়াজির হোসেন, লোটন, শাহীন, প্রমুখ অন্যতম।
সহযোগিতা পাওয়ার জন্য এই নং এ যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে চেতনা স্পোর্টিং ক্লাব।
০১৭২৬৫৮২০৭৪ (নুরু, সভাপতি)
০১৭১৮৯২৬০৫৪ (স্বপন, ক্যাশিয়ার)