করোনা উপসর্গ নিয়ে চেম্বারে রোগী দেখে গুরুতর অসুস্থ ডাক্তারকে নেয়া হলো ঢাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৯ পিএম, ১১ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ০৪:০৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুষ্টিয়ায় করোনা উপসর্গ গোপন করে অক্সিজেন কিনে চেম্বারের পাশে তার রুমেই চিকিৎসা নিচ্ছিলেন এবং রোগীও দেখছিলেন এক চিকিৎসক। অবশেষে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ও অক্সিজেন লেবেল নেমে আসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে এম্বুলেন্স যোগে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
করোনা আক্রান্ত ওই চিকিৎসকের নাম ডাঃ মোঃ মাসুদুল হাসান খোকন। এদিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে ঢাকা যাওয়ার পর এবং করোনা উপসর্গ থাকায় দুশ্চিন্তায় পড়েছেন তার চেম্বারে আসা রোগী ও বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রতিনিধিরা।
জানাযায়, ঢাকা থেকে আগত ডাঃ মাসুদুল হাসান খোকন কুষ্টিয়ায় রোগী দেখছেন। বিভিন্ন স্থানে বিজ্ঞাপন দিয়ে মেডিসিন বিশেষজ্ঞ এই চিকিৎসক চৌধুরী নুরুন নাহার হাসপাতাল ও ডক্টরসে রোগী দেখে আসছিলেন। তিনি চৌধুরী নুরুন নাহার হাসপাতালে চেম্বারে পূর্বের দেয়া সিরিয়ালের রোগী দেখতেন এবং পাশের ২০৯ নং রুমে থাকতেন। ওই হাসপাতালের কয়েকজন স্টাফ নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডাক্তার মাসুদুল হাসান খোকন স্যার বেশ করেকদিন ধরে জ্বর ঠাণ্ডায় বেশ অসুস্থ হয়ে পড়েন।
এরই মাঝে গত ৩ দিন আগে কয়েকজন ওষুধ কোম্পানীর প্রতিনিধি তার রুমে অক্সিজেন সিলিন্ডার ও আরো কিছু চিকিৎসা সসরঞ্জাম দিয়ে যান। তিনি মাঝে মধ্যে অক্সিজেন নিচ্ছিলেন তবে চেম্বারে রোগী দেখা বন্ধ করেননি।
এ নিয়ে নার্স ও অন্যান্য স্টাফদের মাঝে বেশ গুঞ্জন শুরু হয়। গত বৃহস্পতিবার তিনি রোগী দেখেন। এরই মাঝে রাতে শ্বাসকষ্ট নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রত নিয়ে যাওয়া হয় ঢাকাতে। এদিকে ওই চিকিৎসককে ঢাকা নিয়ে যাওয়ার পর থেকে দুশ্চিন্তায় পড়েছেন তার সাথে সেবা দেয়া নার্স, স্টাফসহ চেম্বারে আসা রোগী ও বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রতিনিধিরা।
এব্যাপারে ফোনে জানতে চাইলে হাসপাতালের পরিচালক সাহেদা খান চৌধুরী ববি বলেন, স্যার গুরুতর অসুস্থ, অক্সিজেন লেবেল খুব নেমে গেছে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রোগী দেখেছেন এবং তার করোনা পরীক্ষা করা হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান তিনি।