নালিতাবাড়ীর ভোগাই নদীর ভাঙ্গন, দ্রুত বাঁধ নির্মাণের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৩ পিএম, ১১ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ০৯:৫৩ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর পাড় ধ্বসে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। উত্তরে নদীর বাঁধ ভাঙ্গন ও নদী সংলগ্ন কৃষকের ডোবা, নালা ও পুকুর তৈরির কারনে জলাশয় সৃষ্টি হয়ে জমে থাকা পানি ওল্টো নদীর দিকে প্রবাহিত হওয়ায় জনদুর্ভোগ এখন চরমে। এলাকাবাসীর দাবী দ্রুত সময়ে এই বাঁধ নির্মিত না হলে দুর্ভোগের সীমা থাকবে না।
সূত্রে জানা গেছে, সম্প্রতি টানা বর্ষনে ও পাহাড়ি ঢলে বন্যায় খরস্রোতা ভোগাই নদীর পাড় বেষ্টিত নয়াবিল, রামচন্দ্রকুড়া, মরিচপুরান ইউনিয়নের প্রায় ২০ স্থানে পানি গড়িয়ে ও নদীর পাড় ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এরমধ্যে নয়াবিলের পাঁচ জায়গার ৬টি পয়েন্টে প্রায় ৫শ ফুট ভাঙ্গনে ও ১ হাজার ফুটের উপরে নদীর তীর ঝুকিপূর্ণ রয়েছে।
নয়াবিলের রুপাকুড়া মোজাম্মেলের বাড়ীর দক্ষিনে আনোয়ারের বাড়ীর নিকট পোড়াগাঁওয়ের পলাশীকুড়া-বোনারপাড়া শেকেরকুড়া গ্রামের ধান ক্ষেতের মাঠের পানির কারনে ৪০ ফুট রাস্তা এবং উজান থেকে নেমে আসা পানির স্রতে চাটকিয়া রুপাকুড়া রাস্তার আকবর আলীর বাড়ীর উত্তরে কালভার্ট ও দুদুয়ার খালের পানির তোড়ে মানিক মিয়ার বাড়ীর পেছনে নির্মিত জেলা পরিষদের পাকা রাস্তার মধ্য আন্ধারুপাড়া রাস্তা ৫০ ফুট ভেঙ্গে গেছে। এবং সুলতানের বাড়ীর রাস্তার পুকুরের পাড় ভেঙ্গে চলমান রাস্তাটি ধ্বংসের মুখে পড়েছে।
নয়াবিল ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান বলেন, আমাদের নয়াবিল এলাকায় ভোগাই নদীর ভাঙ্গনের খবর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহন না করা হলে সমস্যা আরো বেড়ে যাবে। যা আমাদের নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে।
ওই এলাকার সাজেদা বেগম, সমেলা বেগম, আনারুল্লাহ ও হেলাল উদ্দিন বলেন, আমাদের এখন প্রধান সমস্যা নদী ভাঙ্গন ও জলাবদ্ধতা। আমরা দ্রুত সমস্যার সমাধান চাই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, সরকারী ভাবে নালিতাবাড়ীর ভোগাই ও চেল্লাখালী নদীর ৩ কি. মি. ভাঙ্গন প্রতিবেদন আকারে পাঠানো হয়েছে। এর মধ্যে রামচন্দ্রকুড়া, নয়াবিল, মরিচপুরান অংশের ভাঙ্গনের তালিকা অন্তরভুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বলেন, ভোগাই নদীর ভাঙ্গন অংশ পরিদর্শন করেছি। যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরন করা হয়েছে।