কেসিসি মেয়রের মামলায় জামিন পেলেন সাংবাদিক সবুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৮ এএম, ৭ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:০৪ এএম, ১ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের করা মামলায় সাংবাদিক এম এ সবুর রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সবুর রানার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শেখ মো. জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। আইনজীবী শেখ মো.জাকির হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৮ এপ্রিল এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সির ব্যবহৃত ফেসবুক আইডি থেকে খুলনা সিটি মেয়রের বিপক্ষে একটি স্ট্যাটাস দেওয়া হয়। ওই ঘটনায় 'সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন' দাবি করে পরের দিন ২০ এপ্রিল খুলনা সদর থানায় দুইজন সাংবাদিকের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন মেয়র তালুকদার আব্দুল খালেক। ওইদিন রাতেই এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ। ২১ দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্ত হন। গত ৩ জুন বৃহস্পতিবার ওই মামলার অপর আসামি সাংবাদিক এম এ সবুর রানা জামিনের জন্য আদালতে হাজির হন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শাহীদুল ইসলাম তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এরপর তিনি উচ্চ আদালতে জামিন আবেদন করেন। সবুর রানা রামপাল উপজেলার সিংগড় ঘুনিয়ার মৃত ডা. আজিজ মোল্লার ছেলে। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের রামপাল প্রতিনিধি ও রামপাল প্রেসক্লাবের সভাপতি।