করোনায় আক্রান্ত বিএনপি নেতা নজরুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২২ এএম, ২ ডিসেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ১০:০৭ এএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
তিনি বলেন, সকালে তার করোনা পরীক্ষা করা হয়। পরে ফলাফল পজিটিভ আসে। এখন তিনি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে ভেন্টিলেশনে আছে বিএনপি ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ। তিনি অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে আছেন। শীতের শুরুতে দেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ তার পুরো পরিবার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদসহ কয়েকজন নেতা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বরকতউল্লাহ বুলুসহ তার পুরো পরিবার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছেন। এই বিএনপি নেতাদের সুস্থতার জন্য তাদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।