ধর্ষণের শিকার হওয়া প্রতিবন্ধী নারী জন্ম দিল ফুটফুটে শিশু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৮ এএম, ১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৩:৫৪ এএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
অবশেষে ধর্ষণের শিকার হওয়া ১৪ বছরের প্রতিবন্ধী নারী জন্ম দিল পিতৃ পরিচয়হীন একটি শিশু সন্তান।
গত শুক্রবার রাতে শিশুটি জন্ম গ্রহন করে। নাম রাখা হয়েছে বায়োজিদ।
বগুড়া ধুনটের স্থানীয় গনমাধ্যম কর্মী এবং ওই গ্রামের বাসিন্দা ইমরান হোসেন ইমন জানান, ধুনট উপজেলার চৌকিবাড়ী গ্রামের এক দরিদ্র তার সন্তান না থাকায় এক বুদ্ধি প্রতিবন্ধীকে দত্তক নেন। কাজের জন্য স্বামী- স্ত্রী এখানে ওখানে গেলে প্রতিবেশী শাহ কামালের ছেলে বিদ্যুৎ প্রায় এক বছর আগে জোর করে ধর্ষন করে একাধিক বার। কথা ফাস না করতে ভয়ভীতিও দেখায় ঐ প্রতিবন্ধীকে। এক পর্যায়ে অন্তস্বত্তা হয়ে পড়ে। বিষয়টি ওই প্রতিবন্ধী ফাস করে দেয়। বিদ্যুতে পরিবার থেকেও হুমকি দেয়া হয়। গ্রামের মাতব্বরা ধামাচাপা দেয়ার চেষ্ষা করে। এক মাস আগে এ নিয়ে সংবাদ প্রকাশের পর পুলিশ ধর্ষক বিদ্যুত(১৯)কে গ্রেফতার করে। সন্তান জন্ম নেয়ার বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা।
ওসি বলেন, প্রায় দুই মাস আগে বিষয়টি জানতে পেরে ধর্ষককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ডিএনএ টেষ্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোট এলেই যাবতীয় আইনী পদক্ষেপ নেয়া হবে। ধর্ষিতার বাবা-মার আকুতি আমরা যেন দৃষ্ঠান্ত মূলক বিচার পাই।