কোভিড-১৯এ আক্রান্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০০ এএম, ১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৬:৩৩ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আব্দুল্লাহ আল কাফি রতন সোমবার এ তথ্য জানিয়েছেন।
আজ সোমবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, মুজাহিদুল ইসলাম সেলিম রোববার করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন, গতকালই রিপোর্ট এসেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৭২ বছর বয়সী সেলিম দীর্ঘদিন ধরে বাম রাজনীতির সঙ্গে জড়িত। ২০১২ সালে তিনি পার্টির দশম কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন। এর আগে গত শতকের নব্বইয়ের দশক থেকে তিনি সিপিবির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি ছাত্র ইউনিয়ন করতেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন। তিনি ছাত্র ইউনিয়নের সভাপতি পদে ছিলেন।