

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল থেকে আ’লীগের ৪ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫১ পিএম, ২৩ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:২৮ পিএম, ৬ জুন,মঙ্গলবার,২০২৩

আজ বুধবার বেলা আড়াইটায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে চাঁদা আদায়কালে আওয়ামী শ্রমিকলীগের ৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতারকৃতরা হলো, আরিফ হোসেন (২৫) পারভেজ (২২) সোহেল রানা (৩২) ও হাসান তারেক @ হাসান (৪৩)। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ২ হাজার ৫’শ ৫০ টাকা উদ্ধার করা হয়। চালকরা জানান, স্থানীয় সরকার দলীয় নেতারা চাঁদা আদায়ে গ্রেফতারকৃতদের নিয়োগ করেছে। তারাও আ’লীগের কর্মী।
র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ জসিম উদ্দীন চৌধুরী জানান, উপস্থিত স্বাক্ষী, প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকদের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় একটি সক্রিয় চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকের কাছ থেকে জোরপূর্বক গাড়ী প্রতি দৈনিক ৫০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। কয়েকজন ভুক্তভোগী প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দিয়ে চলাচলরত প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।