সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জনের মৃত্যু, আহত ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৪ পিএম, ২২ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:৩৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১জনের মৃত্যু হয়েছে। এঘটনায় নারী ও পুরুষসহ ১০জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে মৃত ব্যক্তির পরিচয় ও ঠিকানা পাওয়া যায়নি। তার বয়স অনুমান ২০ বছর।
আজ মঙ্গলবার সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ সকাল সাড়ে ৭টা সিলেট থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি বিরতীহীন বাস সুনামগঞ্জ যাচ্ছিল। সকাল অনুমান সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর মোড়ে এসে একটি প্রাইভেটকারকে অভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে গিয়ে পড়ে যায়। এঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে ১জনের মৃত দেহ উদ্ধার করে। এঘটনায় নারী ও পুরুষসহ আরো ১০জন যাত্রীকে আহত অবস্থায় সুনামগঞ্জ ও কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃত যাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন সাংবাদিকদের বলেন- মৃত যাত্রীর পরিচয় ও ঠিকানা এখনও পাওয়া যায়নি।