চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৪ এএম, ২১ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০২:০৩ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
গত শনিবার দিনগত রাতে চুয়াডাঙ্গা জেলাধীন আলমডাঙ্গা উপজেলার গড়গড়ী গ্রামের ঘোষপাড়ার শাহাবুদ্দিনের পুত্র গরু ব্যবসায়ী আব্দুল রাজ্জাক (৪০) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মনের কষ্টে নিজের ঘরের মধ্যে আড়ার সাথে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
জানা যায়, গত কয়েকদিন আগে রাজ্জাক করোনাভাইরাসে পজিটিভ হয়ে বাড়িতে চিকিৎসারত ছিলেন। রাতে গলাই ফাঁস দিলে তখনই মারা যান। সকালে বাড়ির মানুষ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। বাড়ির লোক জানায়, রাজ্জাক করোনা আক্রান্ত হলে তার বাড়ি লকডাউন করলে তার বাড়ির সঙ্গে অন্যরা যোগাযোগ বিচ্ছিন্ন করায় তার আত্মসম্মানে বাধলে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে মনে হচ্ছে। লাশ আলমডাঙ্গা থানাপুলিশের সহায়তায় স্থানীয় গোরস্তানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, শেষ সংবাদ পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গাতে ৭৬ জন করোনাভাইরাসে পজিটিভ বলে জানা গেছে। গতকাল থেকে চুয়াডাঙ্গা পৌর ও আলুকদিয়া ইউনিয়ন এলাকায় কঠোর লকডাউন দেয়া হয়েছে। তাছাড়া জেলার দামুড়হুদা পূর্ণ ও জীবননগরে আংশিক লকডাউন বলবৎ রয়েছে। জেলায় দিনের পর দিন করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। প্রশাসনের সার্বিক প্রচেষ্টায় রোধ করা কঠিন হয়ে যাচ্ছে।