ভোলায় মক্তব ও নুরানী মাদ্রাসার নামে বরাদ্দকৃত চাউল আত্মসাতের অভিযোগে ২জন আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৫ এএম, ২৮ নভেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০৩:১১ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ভোলার পশ্চিম ইলিশায় মক্তব ও নুরানী মাদ্রাসার নামে বরাদ্দকৃত ২টন জিআর চাউল উত্তোলন করে আত্মসাত করায় দুই জনকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদুর চর পালোয়ান বাড়ী থেকে মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করা হয়। এ ঘটনার সাথে জড়িত ইউসুফ পালোয়ান পলাতক রয়েছে। এসময় ৮ বস্তা চাউল উদ্ধার করা হয়।
মাদ্রাসার সাধারন সম্পাদক শমসের আলী জানান, সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চরজাঙ্গালিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন মক্তব ও নুরানী মাদ্রাসার নামে বরাদ্দকৃত ২টন জিআর চাউল উত্তোলন করে মজিবল হক ও ইউসুফ পালোয়ান। উত্তোলনকৃত চাউল মক্তব ও মাদ্রাসায় না দিয়ে আত্মসাত করে সেগুলো ইউসুফ পালোয়ানের বাসায় রেখে দেয়া হয়। বিষয়টি কমিটির লোকজন জানতে পেরে জেলা প্রশাসককে জানায়। জেলা প্রশাসক নির্বাহী ম্যাজিষ্ট্রেকে দায়িত্ব দেন। তিনি পুলিশের একটি টিম নিয়ে মজিবল হক পালোয়ান বাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফ পালোয়ানের ঘর থেকে আত্মসাৎ করা জিআর ৮ বস্তা চাউল উদ্ধার করেন। এসময় চাউল আত্মসাৎ করার অভিযোগে মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করা হয়। ইউসুফ পালোয়ান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
চাউল আতœসাত কারী মজিবল হক পালোয়ান, ইউসুফ দালাল ও ইউসুফ পালোয়ানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন এলাকা বাসি।