শ্রীমঙ্গলে কালভার্ট নয় 'যেন মরন ফাঁদ' দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৪ পিএম, ১৭ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৫৪ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের উত্তর টিকরিয়া গ্রামের যাতায়তের একমাত্র রাস্তার মধ্যখানে কালভার্টটি ভেঙ্গে পরে আছে। কালভার্টটি পারাপারে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসির। ফলে রাস্তাটির যাতায়তের বঞ্চিত হচ্ছে কয়েক গ্রামের জনসাধারণ ও বিভিন্ন পরিবহন।
সরেজমিন দেখা যায়, উপজেলার আশীদ্রোন ইউনিয়নের উত্তর টিকরিয়া গ্রামের মধ্য দিয়ে পাঁকা রাস্তাটি। রাস্তার মধ্যস্থানে কালভার্ট। এক বছর ধরে কালভার্টের ছাদের বেশ অংশ ভেঙে পরে আছে। ভেঙে যাওয়া অংশটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ভেঙ্গে যাওয়া কালভার্টের উপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। শুধু ভেঙে যাওয়া অংশই নয় পুরো কালভার্টি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় এলাকাবাসী বলেন, এ পাঁকা রাস্তা ধরেই শিক্ষার্থীদের স্কুলকলেজে আসতে হয়। হাটবাজারে কৃষিপণ্য আনা নেয়া এটিই একমাত্র রাস্তা কালভার্টটির ছাদের অংশ ভেঙ্গে গেছে। ফলে ভাঙ্গা কালভার্টের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে আশপাশসহ বিভিন্ন এলাকাবাসী। তাছাড়া এ রাস্তায় যানচলাচল করছে ঝুঁকির মধ্যেই। গর্তটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় গর্তে হতাহতের আশষ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ কালভার্ট এ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার আগে কালভার্টটি সংস্কার করে নতুন কালভার্ট নির্মাণে দাবী জানান এলাকাবাসি।
এ বিষয়ে জানতে চাইলে আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন(জহর) বলেন, কালভার্টটি সংস্কারের এলজি,ই,ডি একটি প্রজেক্ট পাঠানো হয়েছে। খুব দ্রুত কালভার্টটি সংষ্কার করা হবে।