তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, খাবার ও শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৫ এএম, ২৭ নভেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৩:০৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, খাবার ও শীতবস্ত্র বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বগুড়া জেলা ছাত্রদল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি তারিক মজিদ সোহাগের উদ্যোগে বগুড়ার ৩টি মাদরাসায় এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মাদরাসাতুল হক খান্দারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা হারুনার রশিদ সুজন, আমিনুর রহমান শাহীন, জুয়েল শেখ, রোকন, জিল্লুর আরিফ, ছাত্রদল নেতা আতিকুর রহমান রিমন, আন্দালিব রহমান, সাদিক ফয়সাল লাম, আরিফুর রহমান রকি, আতিকুর রহমান বিপ্লব, শাহ ইসতিয়াক, আরিফুর রহমান প্রমুখ।
কাউখালী সরকারি কলেজ ছাত্রদল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করে কাউখালী সরকারি কলেজ ছাত্রদল। কাউখালী উপজেলা ছাত্রদলের নেত সোয়াইব সিদ্দিক ও কাউখালী সরকারি কলেজ ছাত্রদল নেতা রবীউল খান কে এতিমদের মাঝে খাবার বিতরণ করে।
রাজশাহী জেলা ছাত্রদল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন নানা আয়োজনে পালন করে রাজশাহী জেলা ছাত্রদল। বেলা ১১টায় নগরীর টিকা পাড়ায় এতিমদের মধ্যে খাবার বিতরণ দোয়া মাহফিল করেন তারা। এরপর নেতৃবৃন্দ রক্তদান কর্মসূচি পালন করেন। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদল সভাপতি রেজাউল করিম টুটুল। এতে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। রাজশাহী জেলা বিএনপি সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার, সদস্য গোলাম মোস্তফা মামুন, আমিনুল ইসলাম মিন্টু, প্রিন্সিপাল বিপ্লব, জেলা কৃষকদলের আহবায়ক আল আমিন সরকার টিটো, সদস্য সচিব নাজমুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি লতিফুর রহমান সাগর, সহ-সভাপতি ও বাগমারা উপজেলা ছাত্রদল আহবায়ক মহব্বত হোসেন, জেলা ছাত্রদলের মোহাম্মদ আলী, যুগ্ম-সম্পাদক আরফিন কনক, মোস্তাফিজুর রহমান সজল ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল সরকার ডিকো, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান নাহিদ, সহ-সাধারণ সম্পাদক খুরশিদ রিজভী, সহ-দফতর সম্পাদক নাজমুল হোসেন, সদস্য আহসান হাবীব মুন্না, আবদুল্লাহ আল আজাদ, গোদাগাড়ী পৌরসভা ছাত্রদল আহবায়ক রুহুল, সদস্য সচিব বকুল, তানোর উপজেলা সদস্য সচিব মোতালেব, কাঁকনহাট পৌরসভা ছাত্রদল দেলোয়ার, ভবানীগঞ্জ পৌর ছাত্রদল আহবায়ক রবিউল ইসলাম গনি, ছাত্রনেতা সোহেল, সেলিম, তানিন, শান্ত ও শাহিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহিন শওকত বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এ দেশকে করেছিলেন। তিনি স্বাধীন দেশের প্রথম রাষ্ট্রপতিও হয়েছিলেন। যুদ্ধবিধস্ত দেশকে একটি মর্যদাপূর্ণ স্থানে নিয়ে গিয়েছিলেন। দেশ থেকে সন্ত্রাস ও রাহাজানী ও ক্ষুধা নিবারণ করতে তিনি নানা প্রকার পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার সময়ে কৃষিতে বিপ্লব ঘটে এবং তিনি বহুদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তার শহীদ হওয়ার পরে তারই সুযোগ্য সহধর্মিণী দলের হাল ধরেন এবং স্বৈারাচার এরশাদ সরকারের পতন ঘটিয়ে দেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন বলে উল্লেখ করেন তিনি।