মানিকগঞ্জে আ:লীগ নেতার বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৭ পিএম, ১৫ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:২৫ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতার বিরুদ্ধে জেলা ট্রাক,ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান চালক ও সহকারী ইউনিয়নের তহবিল থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন কমিটির দপ্তর সম্পাদক মোশারফ হোসেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করে জানানো হয় ইতিমধ্যে আ:লীগ নেতা লিয়াকত আলী ভান্ডারীর বিরুদ্ধে ৮টি সুনির্দিষ্ট অভিযোগ এনে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আশরাফ আলী চিশতী ও সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম।
কারন দর্শানো নোটিশ দেয়ায় গত ৮ জুন কমিটির সদস্যদের মারধরসহ নানা অনিয়মের অভিযোগে জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী সদস্যরা।
এছাড়া সংগঠনের যুগ্ম সম্পাদক জসিম ও সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলীর বিরুদ্ধেও একই ধরনের অনিয়মের অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। কারণ দর্শানো নোটিশে ১০ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। এরমধ্যে যুক্তিসঙ্গত কারন দেখাতে ব্যর্থ হলে সংগঠন থেকে বহিস্কার করা হবে বলেও জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে লিয়াকত আলী ভান্ডারী মানিকগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান চালক ও সহকারী ইউনিয়নের সভাপতি (মেয়াদউত্তীর্ণ) হিসেবে থাকার সুবাধে তিনি ও সংগঠনের যুগ্ম সম্পাদক মোঃ জসিম এবং সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী জেলার সাতটি শাখা থেকে এককালীন কল্যান তহবিলের নামে ২লাখ ১০ হাজার টাকা, সাতটি শাখা থেকে মাসে কল্যাণ ও বুক স্লিপের মাধ্যমে ১০ হাজার টাকা আদায় করে।
এছাড়া জেলার দুটি কাঁচা পাকাঁ মালের আড়ত থেকে ৬০ হাজার টাকা, সার গোডাউন, তামাক গোডাউন ও বাংলাদেশ হাট থেকে ৩০ হাজার টাকা, ট্রাক টারমিনাল থেকে ৫০ হাজার টাকা করে বছরে ২৫ লাখের বেশি টাকা আদায় হয়। গত আট বছর ধরে এই টাকা উত্তোলন হলেও যার একটি টাকাও সংগঠনের তহবিলে জমা হয়নি। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় গত ২০১৩ সাল থেকে এপর্যন্ত ২ কোটি টাকা লিয়াকত আলী ভান্ডারী আত্মসাৎ করেছেন।
এব্যাপারে মানিকগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান চালক ও সহকারী ইউনিয়নের সভাপতি (মেয়াদউত্তীর্ণ) ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী দাবী করেছেন তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অসত্য। উল্টো তিনি দাবী করেছেন যারা আমার বিরুদ্ধে সাংবাদিক সমম্মেলন করেছেন তারাই সংগঠনের টাকা আত্মসাত করেছেন।