এবার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে লোহা চুরি, আটক-২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৩ পিএম, ১৫ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:৫০ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
কুষ্টিয়া চিনিকলের চিনি চুরির রেশ কাটতে না কাটতেই এবার নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস লি: এ লোহা চুরির ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার রাতে আশরাফ (৪৩) ও বারেক (৪২) নামের দুই জনকে আটক করেছে পুলিশ। আটক আশরাফ অভিযোগে উপজেলার সিরাজিপুর গ্রামের লুৎফর রহমান মন্ডলের ছেলে ও বারেক বৈদ্যনাথপুর সবজিপাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।
জানা যায়, মিলের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা রক্ষিদের চোখ ফাকি দিয়ে ও সিসিটিভি নিরাপত্তা ভেদ করে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস লি: এর কারখানা বিভাগের বয়লার হাউজের দক্ষিণ পাশের সিমানা প্রাচীরের নিম্নাংশ ভেঙ্গে প্রায় এক হাজার কেজি লোহার তৈরী বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় চোরেরা।
লালপুর থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মিলের উক্ত স্থানে লোহার তৈরি স্ক্র্যাপ মালামাল রাখা ছিল। গত ১০ জুন দুপুরে বয়লার এটেনডেন্ট (কারখানা) আবু বক্কর (৫৬) মালামালগুলো দেখে অফিস শেষ করে বাসায় চলে যান। এর পর ১২ জুন সকালে তিনি মিলে কাজে যোগদান করার পর সে মালামাল গুলো না পাওয়ায় মিল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শনে এসে দেখেন, বয়লাদের দক্ষিণ পাশের সীমানা প্রাচীরের নীচের দিকের অংশ ভাঙ্গা দেখতে পান। ধারনা করা হচ্ছে যে প্রাচীরের ওই অংশ ভেঙ্গে আনুমানিক এক হাজার কেজি পরিমাণ লোহার তৈরি বিভিন্ন প্রকারের স্ক্র্যাপ (সিআই ফায়ার বার, ব্যাগাস বার, ফার্নেস ডোর, এমএস জয়েন্ট ইত্যাদি) চোরেরা চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৩২ হাজার ২৫০ টাকা।
এ ঘটনায় মিলের উপব্যবস্থাপক (প্রশাসন) আল ফারুক ওমর শরীফ গালিব বাদি হয়ে সোমবার (১৪ জুন) লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।