সুনামগঞ্জে নদীতে ডুবে শতবর্ষী বৃদ্ধ নারীর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩০ পিএম, ১০ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:৫৮ পিএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
সুনামগঞ্জে নদীতে ডুবে শতবর্ষী এক বৃদ্ধ নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত বৃদ্ধ নারীর নাম- বানেছা বিবি (১০৪)। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গোঁজাউড়া গ্রামের মৃত মনসুর আলী স্ত্রী।
গতকাল বুধবার (৯ জুন) সন্ধ্যা অনুমান ৬টায় এই ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- বয়সের ভাড়ে বার্ধক্য জনিত রোগে ভোগ ছিলেন বৃদ্ধা বানেছা বিবি। তারপরও থেমে থাকতেন না তিনি। লাঠি ভর করে পরিবারের বিভিন্ন কাজ করতেন।
প্রতিদিনের মতো আজ বুধবার (৯ জুন) সন্ধ্যায় বাড়ির পিছনের অবস্থিত ডোম নদী থেকে পানি আনতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে ডুবে যায় বৃদ্ধা বানেছা বিবি। এঘটনাটি তাৎক্ষনিক ভাবে জানাজানি হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর বৃদ্ধা বানেছা বিবির মৃতদেহ নদীর পানিতে ভেসে উঠে। পরে এলাকার লোকজন উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ওসি নাজিম উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।