মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছেলের হাতে বাবা খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৭ এএম, ২৬ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৬:০৬ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের কালীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল ওহাব সরকার (৭০)। সে চিত্রকোর্ট ইউনিয়নের কালীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আব্দুল ওহাবের এক ছেলে লিয়াকত সরকার (৫০) ও চার মেয়ে। লিয়াকত প্রায় ২০ বছর আগে বিয়ে করে বাবার থেকে আলাদা হয়ে গেছে। একে একে মেয়ে ৪ জনের বিয়ে হয়ে গেছে। গত বছর ওহাব তার সম্পত্তি ছেলে-মেয়েদের মধ্যে ভাগাভাগি করে দেন। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে প্রায় ঝগড়া হতো। আজ বুধবার সকাল ৯টার দিকে ওহাব সরকার তার এক মেয়ে সায়েদা বেগম ও এক নাতিকে নিয়ে বাড়ির পাশের জমিতে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় ছেলে লিয়াকত সরকার সেখানে আসে বাবা-ছেলের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বাবাকে গাছের ডাল দিয়ে ঘারে আঘাত করে চলে যায়। কিছুক্ষণ পর ওহাব অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান আব্দুল ওহাব ।
নিহতের নাতি আবু সাঈদ জানান, তার মামা লিয়াকত সরকারকে তার সম্পদের অংশ নানা ওহাব সরকার বুঝিয়ে দেন। এরপরও আরো সম্পদ দাবি করত লিয়াকত। এ নিয়ে প্রায় সময় হুমকি-ধমকি দিয়ে আসছিল। গতকাল নানাকে জমিতে গিয়ে লাঠি দিয়ে ঘাড়ের মধ্যে আঘাত করে। নানা মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যায় নানা।
শেখেরনগর তদন্ত কেদ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো.আসাদুজ্জামান জানান, জমিজমা নিয়ে বাবা-ছেলের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিল। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার পর থেকে লিয়াকত সরকার পলাতক আছে।