জামিন পেলেন আউয়াল-লায়লা দম্পতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৫ এএম, ২৬ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৩:০৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
অবৈধভাবে সরকারি খাস জমি দখলের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পিরোজপুর-১ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনকে তিন মাসের জামিন দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পিরোজপুর বিশেষ জজ আদালতের বিচারক নাহিদ নাসরিন এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী শহিদুল হক পান্না এ তথ্য জানিয়েছেন।
এ কে এম এ আউয়াল ২০০৮-২০১৪ সালে পরপর দুবার পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক আলী আকবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় বরিশালে তিনটি মামলা করেন। মামলা তিনটিতে সাবেক এমপি আউয়াল এবং একটিতে তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়। এসব মামলায় সাবেক এমপি আউয়ালের বিরুদ্ধে ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকা এবং তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে ১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০ টাকা অবৈধ সম্পদ অর্জনের কথা উল্লেখ করা হয়।