সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে করোনা নিয়ন্ত্রণে বিশেষ লকডাউন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৮ পিএম, ৯ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:০৮ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে নিয়ন্ত্রণহীন করোনাকে নিয়ন্ত্রণে আনতে বিশেষ লকডাউন দেওয়া হয়েছে।
গত সোমবার জয়পুরহাট জেলার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির এক ভার্চুয়াল সভা জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপির সাথে কমিটির সদস্যরা ভার্চুয়াল সভায় যোগদান করেন। সভায় করোনার নিয়ন্তণহীন পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করে বিশেষ লকডাউনের সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত মোতাবেক, আজ বুধবার থেকে জয়পুরহাট পৌর এলাকায় ও পাঁচবিবি পৌর এলাকায় বিকেল ৫টার পর পরদিন সকাল ৬টা পর্যন্ত সকল দোকানপাট, শপিংমল, কাঁচাবাজার, হোটেল- রেষ্টুরেন্ট, চায়ের দোকানসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান, সকল প্রকার পরিবহণ চলাচল বন্ধ থাকবে। এছাড়াও ওই সময়ে জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে বের হতে পারবে না এবং বের হলেও সাথে নিজ পরিচয়পত্র থাকতে হবে, কোনরূপ সভা-সমাবেশ করা যাবে না।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত চলমান থাকবে। বিশেষ এই লকডাউন কার্যকর করতে, মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসন, ভ্রাম্যমান আদালত ও পুলিশ মাঠে কাজ করছে।
উল্লেখ্য গত ২৪ঘন্টায় আরও ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৩ জনে। মৃত্যু হয়েছে ১৪ জন।করোনা আক্রান্তের আনুপতিক হার ৪০%।
এদিকে করোনার র্যাপিড এ্যান্টিজেন টেস্ট করতে আসা ব্যক্তিরা পড়ছেন চরম ভোগান্তিতে। তাদের অভিযোগ নমুনা পরীক্ষায় চলছে স্বজনপ্রীতি। ১০ মিনিটের নমুনা পরীক্ষা করতে ঘুরতে হচ্ছে দিনের পর দিন। এতে করে বাড়ছে করোনার সংক্রমণ।
সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী জানান, এ্যান্টিজেন টেস্টের জন্য পর্যাপ্ত পরিমাণ কিট রয়েছে। আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আরও বুথ বসানো হবে। দ্রুত সকল সমস্যা সমাধান করার আশা ব্যক্ত করেন তিনি।