দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৪ এএম, ২৫ নভেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০৩:০৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে পরিবার। দেশের প্রথিতযশা সাংবাদিক, মুক্তচিন্তার প্রতীক, অত্যন্ত সজ্জন, ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মনিরুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক মনিরুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক বিশিষ্ট সাংবাদিক খন্দকার মনিরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোকবার্তা:
দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খন্দকার মনিরুজ্জামানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, স্বাধীন সাংবাদিকতার বিকাশ ও রক্ষায় এবং গণমাধ্যমকে গণমানুষের দর্পণে পরিণত করতে খন্দকার মনিরুজ্জামানের অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারালো। শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।