চলনবিলে উন্মুক্ত জলাশয় দখল করে আ’লীগ নেতার ঘের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৪ এএম, ২৫ নভেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০৩:০৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
সিংড়ার চলনবিলে উন্মুক্ত জলাশয়ে বানার বাঁধ ও নেটজাল ঘিরে বিল দখল করে মাছ শিকার করা হচ্ছে। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা মসজিদের নামে বিলের বিভিন্ন এলাকা ‘ইজারা’ নিয়ে এই ব্যবস্থা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে না পেরে এলাকার অনেক সাধারণ মৎস্যজীবী তাদের কর্ম হারিয়ে বেকার দিনাতিপাত করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকে জানান, নাটোরের সিংড়ার অধিকাংশ এলাকা চলনবিল-বেষ্টিত। বিলে বর্ষার পানি নামতে শুরু করায় এলাকায় মাছ শিকারিদের তৎপরতা বেড়েছে। চলনবিলের দমদমা, জোলার বাতা, সাতপুকুরিয়া, শেরকোল-রানীনগর এলাকায় বানার বাঁধ ও নেটজাল দিয়ে ছোট-বড় মাছ এবং কাঁকড়া নিধন করা হচ্ছে। ফলে চলনবিলের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। শনিবার সরেজমিনে দেখা গেছে, সিংড়ার শেরকোল-রানীনগর এলাকায় জলাশয়ের দুই কিলোমিটারের বেশি অংশ নেটজালে ঘেরা। এ সময় কথা হয় বাঁধে ভাইড় পাতার কাজে ব্যস্ত শেরকোল গ্রামের খলিলুর রহমানের সঙ্গে। তিনি বলেন, রানীনগর জামে মসজিদ থেকে বিলের এই অংশ ৭০ হাজার টাকায় ইজারা নিয়েছেন শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হযরত আলী ও তার ছেলে রানা। তাদের নির্দেশে বিলের এই অংশে বেড়া দেয়া হয়েছে। আর যা করছেন বিলের পানি চলাচল স্বাভাবিক রেখেই করছেন। অপরদিকে জোলার বাতা বিলে বানার বাঁধ দিয়ে মাছ শিকার করছে স্থানীয় আ’লীগের নেতাকর্মীরা।
শেরকোল এলাকায় খোড়াজাল পাতার কাজে ব্যস্ত শ্রী দেবেন্দ্রনাথ বলেন, বিলের এই অংশে প্রতিদিন শত শত দিন মজুর ও মৎস্যজীবী মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু বিল ইজারা দেয়ায় মৎস্যজীবীরা বিপাকে পড়েছেন। এভাবে উন্মুক্ত জলাশয় দখলে অনেকেই তাদের কর্ম হারাচ্ছেন।
শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হযরত আলী বিলে নেট দিয়ে বেড়া দেয়ার কথা স্বীকার করে বলেন, তার সাথে এলাকার আরো ১০-১১ জন লোক রয়েছে। আর এর জন্য মসজিদের উন্নয়নের কুড়ি হাজার টাকা দিয়েছেন। আর সামান্য কিছু টাকা দেয়ার কথা রয়েছে।
চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, ‘চলনবিলে বানার বাঁধ ও সুতিজাল দেয়ায় মাছ, কাঁকড়া, শামুকসহ ছোট পোকামাকড় বিলুপ্ত হচ্ছে। প্রশাসনসহ বিভিন্ন দিক থেকে এলাকাবাসীকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে।’ তারপর কোনোভাবে রোধ করা সম্ভব হচ্ছে না।
শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুল হাবিব রুবেল বলেন, তার ইউনিয়নের শেরকোল-রানীনগর বিলে নেট ও বাঁনা দিয়ে মাছ শিকারের বিষয়টি তিনি শুনেছেন। তবে সেখানে তার কোনো লোকজন জড়িত নেই।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ বলেন, চলনবিলের বিভিন্ন এলাকায় প্রতিনিয়তই অভিযান পরিচালনা করা হচ্ছে। তারপরও কিছু এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বিল ইজারা দেয়া হয়েছে। দ্রুতই অভিযান পরিচালনার কথা জানালেন।
সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রকিবুল হাসান বলেন, উন্মুক্ত জলাশয় বা বিল দখল করে কেউ মাছ শিকার করতে পারবে না। যদি উন্মুক্ত জলাশয় এভাবে কেউ দখল করে থাকে তবে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।